শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) এর সহধর্মিণীর দাফন সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ আধ্যাত্ম শরাফতের অন্যতম দিকপাল শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৬ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেন।বৃহস্পতিবার ৭ অক্টোবর বাদে আছর চট্টগ্রাম মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে লাখো ভক্তের উপস্থিতিতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা নুরুল ইসলাম ফোরকানি (মাঃজিঃআ)।জানাজার নামাজ শেষে মরহুমাকে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) পবিত্র রওজার ভিতরে সমাহিত করা হয়।মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, আশেক, ভক্ত-মুরিদান এবং গুনগ্রাহী রেখে যান।

এদিকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফে শোকের ছায়া নেমে এসেছে। উনার ইন্তেকালে দরবারে আওলাদগন,আশেক ভক্তবৃন্দ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours