আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় দেবতাকুমে পানিতে ডুবে এক পর্যটকে মৃত্যু ঘটনা ঘটেছে।
১০ অক্টোবর রবিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলি এলাকায় দেবতাকুমে পানিতে পড়ে এই মৃত্যু ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির, মোঃ ফেরদৌস(২৬), সে গোপালগঞ্জের জেলার কাসিয়ানি উপজেলা লোকমান সর্দার ছেলে।
স্থানীয় ট্যুরিষ্ট গাইড ইমন বড়ুয়া জানান, তারা বান্দরবান ৮ জনে একটি দল এসেছিল দেবতাকুমে। সেই ৮ টি দলের দ্বায়িত্বরত ট্যুরিষ্ট গাইড হিসেবে ছিলাম। পরে সবাইকে নিয়ে ভেলা করে উপরে যায়। ঘুরাঘুরি পর ফেরার পথে মোঃ ফেরদৌস(২৬) ও তার বন্ধুসহ দুইজন ভেলা উঠার জন্য প্রস্তুতি নেই। কিন্তু নিহত ব্যক্তি ফেরদৌস ভেলাতে না উঠে একা একা নৌকাতে উঠে আসে। পরবর্তিতে সে মৃগী রোগে কারণে ওই স্থানে মৃত্যু । পরে তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রোয়াংছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তৌহিদ কবির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুপুর দিকে ঘটেছে। লাশটি উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরিবার কাছে হস্তান্তর পর কি করা হবে সেটি পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
+ There are no comments
Add yours