কাল থেকে শুরু দুর্গোৎসব; বোয়ালখালীতে প্রস্তুত ১২৮ পূজামণ্ডপ

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরীঃ

কাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ।

বুধবার (৬ অক্টোবর) শুভ মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আগামীকাল ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয়া দুর্গাপূজা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার মর্ত্যে আসবেন ঘোটকে। গমণ করবেন দোলায় চড়ে।

এ পূজাকে কেন্দ্র করে দুই মাস আগে থেকেই বিভিন্ন পূজা মন্ডপে সহকারীদের নিয়ে প্রতিমা গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রস্তুতির শেষ পর্যায়ে পূজা মন্ডপে চলছে শিল্পির রং তুলির আঁচড়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া গৌরাঙ্গ মন্দিরে গিয়ে দেখা যায় মনের মাধুরী মিশিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শরীয়তপুরের গোপাল পাল ও তার সহযোগীরা। ওই মন্দিরের প্রতিমা তৈরির পাশাপাশি পটিয়া থানায় আরও ৫টি পূজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন তিনি। প্রতিমাগুলো তৈরী করে সাজিয়ে রাখা হয়েছে মন্দিরের মাঠে ।

শিল্পী গোপাল পাল বলেন, ৫৫ বৎসর ধরে তিনি বোয়ালখালীতে প্রতিমা তৈরির সাথে জড়িত। সহযোগী হিসেবে নেপাল পাল, নিতাই পাল, মনোরঞ্জন পাল, রাখাল পাল, রামকৃষ্ণ পাল রামুকে নিয়ে তিনি বোয়ালখালী ও পটিয়া উপজেলার ৫ পূজা মন্ডপে প্রতিমা তৈরী করে করেছেন।

উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি পরশুরামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ঢাকা বিক্রমপুরের প্রতিমা শিল্পী বাসুদেব পাল ও ৪ সহযোগী তপন পাল, লক্ষ্মণ পাল, নিধীর পাল ও শংকর পালকে নিয়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত।

বাসুদেব পাল জানান, বোয়ালখালীতে ৪৩ বছর ধরে প্রতিমা তৈরী করে আসছেন। আজকের মধ্যে এটা শেষ করে চলে যাব পশ্চিম শাকপুরায়। বোয়ালখালীতে ১৬টি প্রতিমা অর্ডার ছাড়াও আনোয়ারা ও হাটহাজারী থানায় ৩টি প্রতিমা তৈরী করেছেন।

প্রতিমা তৈরির কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পার্শ্ববতী খাল থেকে মাটি আনতে হয়। তারপর কাঠ, সুতলি, ঘাস, রং কাপড় ও মুকুট দিয়ে এক সেট প্রতিমা তৈরি করতে সময় লাগে ৩-৪ দিন। প্রতি সেটে দূর্গার সাথে থাকে অসুর, সিংহ ও মহিষ। থাকে গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মী প্রতিমা। প্রতি সেট প্রতিমা (ছোট-বড়) তৈরি করতে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস বলেন, প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীর কাজসহ বিভিন্ন সাজ সজ্জার কাজ শেষ পর্যায়ে। এবার বোয়ালখালীতে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সার্বজনীন ৮৬ ও ব্যক্তিগত ৪২ মন্ডপে পূজা অনুষ্টিত হবে। বৈশ্বিক করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours