আজিজুল হক চৌধুরীঃ
বোয়ালখালী পৌরসভার ৪নং ওর্য়াডের বাসিন্দা অনিল ধর, বয়স ৬৮ বছর। দৈনন্দিন জীবনে তিনি জীবিত হলেও, নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তিনি মৃত !
বিষয়টি জানতে পেরে তিনি হতভম্ব বনে যান। এটি তিনি জানতে পারেন করোনা ভ্যাকসিন নিকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে। কাগজে কলমে তাকে মেরে ফেলা হলেও হলে তিনি আছেন জীবিত!
ভোটার তালিকায় মৃত থাকায় তিনি ভোটাধিকারসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নিতে পারছেন না করোনা ভ্যাকসিন।
এ বিষয়ে তিনি গত ১ ফেব্রুয়ারি বোয়ালখালী পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেন, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী বণিক পাড়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কৃষ্টকমল ধরের ছেলে অনিল ধর। তার জাতীয় পরিচয় পত্র নাম্বার- ১৫১১২৩৮৯৬৯৬৮৭ সার্ভার তালিকা থেকে মুছে গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি আবেদন করলে পৌর মেয়র ও কাউন্সিলর তাকে লিখিত প্রত্যয়ন পত্র দেন। তিনি এ প্রত্যয়ন পত্র দিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন।
অনিল ধর জানান, ভোটার তালিকায় মৃত থাকায় নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেউ পূর্ব শত্রুতার জের ধরে হাল নাগাদের সময় এমন ঘটনা ঘটিয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারিতে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে গেলে জানতে পারেন ভোটার তালিকায় আমি মৃত। মাথায় যেন তার বাজ পড়ে। সাথে সাথে পৌরসভায় যোগাযোগ করে প্রত্যয়ন পত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে জানাই।’
তিনি এবার পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। নিতে পারছেন না করোনা ভ্যাকসিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের সময় হয়ত এই ধরনের ভুল হয়ে থাকতে পারে। আমরা এরকম আরো অভিযোগ পেয়েছি। সবগুলো সংশোধন করে দেওয়া হচ্ছে।’
+ There are no comments
Add yours