মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন লাগার ঘটনায় বাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
১৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ভাটিয়ারী উত্তর বাজার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভাটিয়ারী কাঁচাবাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনের সূত্রপাত দেখে পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন নিয়ন্ত্রণে আসার আগে সব পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান,মাছের আড়ৎ,চায়ের দোকান,বেড বালিশের দোকান,সবজি তরকারীর দোকান সহ সব পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান।উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।আগুনে ৩০ টির মত ছোট বড় দোকান পুড়ে যায়।আগুন লাগার সূত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।
+ There are no comments
Add yours