ফুলবাড়ী প্রতিনিধিঃ
ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। ভারী বৃষ্টিপাতে জমিতে পানি জমে থাকায় হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা।
গত রবিবার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে ধানক্ষেত হেলে পড়ার চিত্র দেখা যায়। শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের কৃষক সহির আলী (৪৫) নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের কৃষক শ্যামল চন্দ্র (৪২) জানান, শনিবার রাতে ভারী বৃষ্টির সাথে দমকা বাতাসে অনেক কৃষকের আমন ক্ষেত মাটিতে হেলে পড়ে। হেলে পড়া ধানের অধিকাংশ শীষ নষ্ট হওয়ার আশংকা রয়েছে। কারন ধানের জমিতে পানি জমে আছে। আর কয়দিন বাদে ধান পাকতো। এ অবস্থায় ক্ষেত হেলে পড়ায় আমাদের বিরাট ক্ষতি হলো।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফিয়া শারমিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। গত রাতের বৃষ্টিপাত ও দমকা বাতাসে উপজেলায় মোট ১৫০ হেক্টর আমন ধান মাটিতে হেলে পরেছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসারগণ গিয়ে কৃষকদেরকে হেলে পড়া ধান গাছগুলো ছোট করে আঁটি বেঁধে তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছে। এতে ক্ষতি পরিমাণ কিছুটা কম হবে।
+ There are no comments
Add yours