মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর ) বেলা ১১ সাড়ে টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ক্যাপ্টেন মু. জাহেদুল ইসলাম ভূঁইয়া, নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রধান এ জেড এম. সেলিম, উপজেলার ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মামা,থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা আনসার ভিডিপির (ভা:) কর্মকর্তা তাহেরা বেগম, ইউপি সদস্য রাশেদা বেগম, ইউপি সদস্য জায়তুনসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
+ There are no comments
Add yours