আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির

Estimated read time 1 min read
Ad1

স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের জার্সি আর গায়ে না চাপানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।

অবসরের ঘোষণা ধোনি নিজেই দিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি অবসরের বিষয়টি নিশ্চিত করেন।

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি বলেছেন, তাকে অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে। তিনি আরও বলেন, ‘সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে ভারতের হয়ে খেলা শুরু করেন ধোনি। ৩০ দিন আগে ৩৯ বছর পূর্ণ করা এই ক্রিকেটার ২০১৪ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এই ম্যাচটিই ছিল ধোনির শেষ ম্যাচ। এরপর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই ধোনি অংশ নেননি। তবে এভাবে হুট করে ধোনির অবসরের ঘোষণা আসবে, তা কোনো ধোনি ভক্তই প্রত্যাশা করেননি।

 

কেবি/রায়হান/কক্স

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours