নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় ফাইতং মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২ অক্টোবর’২০১৭ইং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একাডেমিক স্বীকৃতি প্রদানের জন্য আবেদন করেন।
আবেদন টি শিক্ষা বোর্ডে বিবেচনা করে উপযুক্ত বিষয় ও সূত্রবর্ণিত পত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর অধীন বান্দরবানের লামায় ফাইতং মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করার শর্তে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে সোমবার ২৫ অক্টোবর’ ২১ইং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আনোয়ারুল হকের স্বাক্ষর করা আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করে জ্ঞাপন প্রেরন করেন বিদ্যালয়।
এই সূত্রে জানায়, ফাইতং মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি ৬নং ওয়ার্ড সফল মেম্বার মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন জ্ঞাপন পেয়ে আনন্দ সাথে, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় সহযোগিতা বিদ্যালয় একাডেমিক স্বীকৃতি পেয়েছি।
সকলে জানেন, সাফল্যের মত ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম।কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনও ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা। যে “শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু” করার অনুপ্রেরণা দেয়।
+ There are no comments
Add yours