নুরুল আবছার নূরী
মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ফটিকছড়ি উপজেলার ১৪ ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ৫ জন সদস্য ও সাধারণ সদস্য পদে ৬ জন প্রত্যাহার করেছেন।
বর্তমানে চেয়ারম্যান ৫৫জন সংরক্ষিত আসনে সদস্য ১০৫ জন সাধারণ সদস্য ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বাগানবাজার-৫ চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ৭জন সাধারণ সদস্য ৩৭জন। দাতঁমারা চেয়ারম্যান -৩ জন,সংরক্ষিত আসনে-১০ জন,সাধারণ সদস্য ৩৪জন। নারায়ণহাট চেয়ারম্যান -২ জন,সংরক্ষিত সদস্য, ৭ জন,সাধারণ সদস্য -২৭ জন।হারুয়ালছড়ি চেয়ারম্যান -৬ জন, সংরক্ষির সদস্য – ১০জন,সাধারণ সদস্য -৩১জন। পাইন্দং চেয়ারম্যান -৫ জন,সংরক্ষিত সদস্য -১৩ জন, সাধারণ সদস্য ৩৫ জন। কাঞ্চননগর চেয়ারম্যান -২জন,সংরক্ষিত সদস্য -১০ জন,সাধারণ সদস্য -৩০জন। সুন্দরপুর চেয়ারম্যান -২জন,সংরক্ষিত সদস্য -৭ জন,সাধারণ সদস্য -৩৭জন।লেলাং চেয়ারম্যান ২, সংরক্ষিত সদস্য -৫ জন,সাধারণ সদস্য -৩০জন। রোসাংগিরি চেয়ারম্যান -২ জন,সংরক্ষিত সদস্য -৮ জন,সাধারণ সদস্য ২৫ জন।
বক্তপুর চেয়ারম্যান -১ জন,সংরক্ষিত সদস্য -৪ জন সাধারণ সদস্য -২৮ জন।জাফতনগর চেয়ারম্যান -৩ জন,সংরক্ষিত সদস্য -৮ জন,সাধারণ সদস্য -২৩ জন। ধর্মপুর চেয়ারম্যান -৩ জন,সংরক্ষিত সদস্য -৬ জন, সাধারণ সদস্য -৩১ জন।সমিতিরহাট চেয়ারম্যান -৩ জন,সংরক্ষিত সদস্য -৫ জন,সাধারণ সদস্য -৩১ জন।
আবদুল্লাহপুর চেয়ারম্যান -১ জন,সংরক্ষিত সদস্য -৮ জন, সাধারণ সদস্য -২২জন। ঘোষিত তফসিল অনুয়ায়ী আজ ২৬অক্টোবর মনোনয়ন পত্র পত্যাহারের শেষ দিন ছিল।আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
+ There are no comments
Add yours