কুড়িগ্রামে আত্মকর্মসংস্থানে মহিলাদের সেলাই প্রশিক্ষনের উদ্বোধন

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জেলা পরিষদে দ্বিতীয়ধাপে ২০২০-২০২১অর্থ বছরে এডিপির অর্থায়নে জেলায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম।বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য অলক সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন চিনু, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী,শিউলী বেগম,একরামুল হক বুলবুল,রতন পোদ্দার ,প্রশিক্ষক ফাল্গুনী তরফদার জেলা আওয়ামীলীগের সদস্য ,সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য দ্বিতীয়ধাপে ৩০ জন মহিলা সেলাই প্রশিক্ষণে অংশ নেন। এই প্রশিক্ষণের মেয়াদকাল ২৭ অক্টোবর হতে ১৫ নভেম্বর ২০২১পর্যন্ত চলবে।এর আগে প্রথমধাপে (২০ সেপ্টেম্বর) সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours