মো. মুবিনুল হক মুবিন নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্বাচনী আরণবিধি পালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল এগারোটায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস
এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে আগামী ইউপি নির্বচনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশা মূলক বক্তব্য দেন নির্বাচনের দায়িত্বপ্রপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ ।
সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দু’ইউনিয়ন যথাক্রমে বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৭৪ জন চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থী উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীদের নির্বাচনী আরণবিধি প্রতিপালন বিষয়ক নানা বিষয়ে কথা বলেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রশাসনের কর্তারা ।
এতে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন থানা’র অফিসার ইনচার্জ (তদন্ত) শরীফ ইবনে আলম নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাংবাদিক,
নাইক্ষ্যংছড়িতে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ১১বিজিবির প্রতিনিধি।
আয়োজক নির্বাচন অফিসের কর্তারা বলেন, কোন প্রার্থী আচরণ বিধি লঙ্গন করলে তারা যে দলেরই হোক না কেন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। আর বক্তাদের মাঝেও অনেকে আচরণ বিধি পালন নিয়ে প্রশ্ন করেন। আবার অনেকে বাকবিতন্ডায় লিপ্ত হন। এ সমস্ত কর্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
+ There are no comments
Add yours