আজিজুল হক চৌধুরী ::
হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়ে যারা ভাঙ্চুর ও আগুন দিয়েছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। তারা এ দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চায়।
এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের রক্তে অর্জিত এ স্বাধীনতা। এ দেশ কারো একার নয়। সকল অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদ য়োরম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার, পৌরসভা মেয়র মো.জহুরুল ইসলাম জহুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বোয়ালখালী সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশরসহ প্রমুখ
+ There are no comments
Add yours