মো. মুবিন হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার (১নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে যুবকদের অংশ গ্রহণে এক বিশাল র্যালী উত্তর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব সমাজ।
আর দক্ষ যুব শক্তি দেশ ও জাতীর মূল্যবান সম্পদ। তাই সরকার দক্ষ জনশক্তি রুপান্তর করতে ও ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে আপনাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এনে দক্ষ শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে।
প্রশিক্ষণ শেষে স্ব-স্ব স্থানে গিয়ে কাজ করে নিজে স্বাবলম্বী হবেন, দেশ ও জাতিকে উন্নত হওয়ার পথকে বেগবান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল আবছার ইমন ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, ইউপি সদস্য আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, মো. ইউনুছ,ছাত্রলীগ নেতা মুমিনুল আলম মুমু।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইব্রাহীম খলিল আনোয়ারী।আলোচনা সভা শেষে যুবকদের মাঝে ২লক্ষ ৫০হাজার টাকা ঋণ ও সনদ বিতরণ
+ There are no comments
Add yours