লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক :

মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে বান্দরবানের লামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর ) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ।বেলা ১১টায় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিভিন্ন সহিংসতা, পাহাড় ধস, বন্যা সহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যায় মানুষের পাশে ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম চলবে। আজ প্রথম দিন পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours