এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ প্রতিনিধি ::
চট্রগ্রামের চন্দনাইশে সরকারি নিয়মে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করায় চন্দনাইশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই শিশুর অভিভাবককে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম।
এদিকে সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ (১) ধারা মোতাবেক জাফরাবাদ এলাকার মো. ফারুকের স্ত্রী রুমি আকতার (১৮) কে ১ হাজার টাকা ও উত্তর জাফরাবাদ এলাকার মো. খোকনের স্ত্রী রীনা আকতার (২২) কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় পার্শ্ববর্তী আরো দুইটি পরিবারকে সতর্ক করা হয়।অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করার আইন থাকলেও বেশিরভাগ মা-বাবাই এর গুরুত্ব বুঝতে পারেন না। তারা ছেলে-মেয়েকে স্কুলে ভর্তি করার সময়, সাধারণত শিশুর বয়স যখন ছয় বছর সে সময় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন।
জন্মনিবন্ধন না থাকলে শিশু শ্রম আর বাল্য বিয়ে থেকে শিশুদের রক্ষা করা কঠিন হয়ে পড়ে। শিশু অপরাধীও জন্ম সনদ ছাড়া শিশু হিসেবে আইনি সুবিধা পাবে না। এজন্য যথা সময়ে সকলকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার আহবান জানান তিনি। যথানিয়মে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours