সাদমান সময়, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ইউপি নির্বাচনে হামলা ও ভোটারদের হয়রানির এবং ব্যালট পেপারে জাল ভোটের অভিযোগ তুলে ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি ওই ইউনিয়ন থেকে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
আজ ১১ নভেম্বর, বৃহস্পতিবার সকালে প্রার্থীর নিজস্ব এলাকা খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
জাহেদ ইকবাল চৌধুরী সাংবাদিকদের বলেন, সকালে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোট দিতে এসে নৌকা প্রতীকে আগে থেকে ব্যালট পেপারে সিল মারা দেখতে পান।
তিনি আরও বলেন, সকাল থেকে আমাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার ভোটারদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। সকালে ভোট দিতে বের হলে আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে। বিভিন্ন স্থানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুল হক জুনুর সমর্থকেরা হুমকি দিচ্ছে। তাই আমি নির্বাচন বর্জন করলাম।
+ There are no comments
Add yours