খবর বাংলা ডেস্ক:
ঢাকা ও চট্টগ্রামে আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার ৩৩৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (বৃহস্পতিবার ১১ নভেম্বর) বিআরটিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যসূত্র জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ে
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সড়কে আজ সারাদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন ঢাকা ও চট্রগ্রামের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য কারণে ২৮৭টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা দেন। একইসঙ্গে ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম। অভিযানের সময় ছিল বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যরা।
খবর বাংলা/নিরব
+ There are no comments
Add yours