আমির হোসেন >>
বরিশাল নগরীর পোর্ট রোড মসজিদের সামনে থেকে ২ কেজি গাজাসহ এক জনকে আটক করেছে আমানত গঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ, টি এসআই রুহুল আমিন ও টি এস আই নাসির উদ্দীন।
গোপন সংবাদের বিত্তীতে আজ শুত্রবার (১২ নভেম্বর) সকাল ৮ টার সময় বরিশাল কোতয়ালী থানাধীন ৯ নং ওয়ার্ড ফলপট্টির মুখ থেকে আমানতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনচার্জ টিএসআই রুহুল আমিন ও টি এসআই নাসির উদ্দীনের নেতৃত্বে সংগীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময়, চুনারঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে, জোনায়েত হোসেন (২৫) কে দুই কেজি গাঁজা সহ আটক করেন। আটককৃত জোনায়েত হোসেন (২৫) হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার চুনারঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে।
আটককৃত জোনায়েতের তথ্য সুত্রে জানা যায়, ঢাকা থেকে ২ কেজি গাঁজা বরিশালে বিক্রয়ের উদ্দেশ্যে সুন্দরবন ১১ লঞ্চে বরিশালে পৌঁছালে পোর্ট রোড আশায় পুলিশের অভিযানে গাঁজা সহ আটক হন।
টিএসআই রুহুল আমিন বলেন, সন্দেহ হলে জোনায়েতের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাসী করলে সাথে থাকা গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত জোনায়েত বরিশালের রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রেজাউলের স্ত্রী সোহাগীর কাছে বিক্রির জন্য গাঁজা নিয়ে এসেছিলো।
আটককৃত জোনায়েতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় টি এস আই রুহুল আমিন বাদী হয়ে একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের করেন।
+ There are no comments
Add yours