বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নবনির্বাচিত কমিটি।
গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, নতুন পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, সোসাইটির সদস্য মো. মস্তাক আহমেদ পলাশ, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।
বঙ্গবন্ধুর নেতৃত্বে রেড ক্রিসেন্টের পথচলা শুরু উল্লেখ করে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব বলেন, যেখানেই মানবতা সংকটের মুখে, সেখানেই সংকটাপন্ন মানুষের পাশে পৌঁছে যাবে সোসাইটির সদস্যরা। এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন সোসাইটির নবনির্বাচিত কমিটির সাধারণ সদস্য ডা. রোকেয়া সুলতানা, মো. মানজুরুল ইসলাম, আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, রাজিয়া সুলতানা লুনা, ডা: শেখ শফিউল আজম,সিকদার নূর মোহাম্মদ দুলু, মো. আতিকুল হক শামীম, আরমা দত্ত, অ্যাড. শিহাব উদ্দিন শাহীন, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ সারওয়ার জাহান ও মফিজুর রহমান বাবলু।
উল্লেখ্য, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৬৪টি জেলা ও ৪টি সিটি ইউনিটের নির্বাচিত ডেলিগেটদের ভোটের মাধ্যমে গঠিত হয় ২০২১-২০২৩ মেয়াদে নতুন ব্যবস্থাপনা পর্ষদ। আগামী তিন বছরের জন্য প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবেন নতুন বোর্ডের সদস্যরা। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নং আদেশের ধারা ৯(১) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদে এই ব্যবস্থাপনা পর্ষদ বা ম্যানেজিং বোর্ড গঠিত হয়েছে।ডা:শেখ শফিউল আজম তার বক্তব্যবে বলেন শেখ মুজিবকে জানতে হলে জানতে হবে দেশকে
জানতে হবে শুরু থেকে শেষকে. বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতায় জাতির পিতা অবদান অপরিসীম। জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। আজকে প্রমাণিত বাংলাদেশের যে কোনো বিজয়, যে কোনো অর্জনে বাঙালি জাতি ছুটে আসে টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে।
+ There are no comments
Add yours