সুজন চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের নিমতলা মোড়ের ১১জন ক্রিকেটারের ভাস্কর্যগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত এসব ভাষ্কর্য যেন সৌন্দর্যহানির কারণ হয়ে উঠেছিল।
২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ১১ ক্রিকেটারের ভাস্কর্য স্থাপন করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। বায়োস্কোপ নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এসব স্থাপনা নির্মাণ করে দিয়েছিল, যার অর্থায়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভাস্কর্যের সংস্কার করা হয়েছিল। এরপর আর সেখানে পড়েনি কারো নজর।
নির্মিত এসব ভাস্কর্যের মধ্যে রয়েছে চারজন ব্যাটসম্যান, চারজন বোলার, দু’জন ফিল্ডার ও একজন উইকেটকিপার। এসব ভাস্কর্যের খেলোয়াড়ের মুখের ভেতর বেঁধেছিল মাকড়সার জাল। হাতের গ্লাভস কোনোমতে টিকে থাকলেও ব্যাটটিই ছিল না ব্যাটসম্যানের হাতে। ভঙ্গুর অপর ব্যাটসম্যানের হাতটি পাটের রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা করা হয়েছিল। লাল-সবুজের জার্সির রং পড়েছিল খসে খসে।
সম্প্রতি আবার সংস্কার করা হয়েছে এসব ভাষ্কর্য। খেলোয়াররা ফিরে পেয়েছে তাদের হাত, গ্লাভস, ব্যাট। লাল-সবুজ রং ফিরে পেয়েছে জার্সিগুলো।
+ There are no comments
Add yours