এম হেলাল উদ্দিন নিরব (চট্টগ্রাম)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব এস এম সিরাজ উদ্দিন তৈয়বী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ আত্নীয়-স্বজন, নেতা-কর্মী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। অদ্য ২১ নভেম্বর ২১ইং রোববার বাদে আছর তাঁর নিজ বাড়ি হাটহাজারী আমান বাজারস্থ যোগীরহাট দরবেশীয়া প্রাথমিক বিদ্যালয়ে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর নামাযে জানাযায় ইমামতি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। মিলাদ ও কিয়াম পরিচসলনা করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. অধ্যাপক মাওলানা এ এস এম বোরহান উদ্দীন।
তাঁর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড, আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দীন, যুগ্ন মহাসচিব এম সোলায়মান ফরিদ, স ম হামেদ হোসাইন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, ছৈয়দ মোহাম্মদ কাউসার, রাশেদুল ইসলাম রাশেদ, এম এ সবুর, আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, আলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনসারী, স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী প্রমূখ।
এছাড়াও জানাযায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অসংখ্য নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবিগণ উপস্থিত ছিলেন। তাঁর ইন্তিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে ৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয়।
দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল পর্যায়ের কমিটিগুলোতে শোকসভার আয়োজন করা, খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল ইত্যাদির আয়োজন করা।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব এস এম সিরাজ উদ্দিন তৈয়বীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন এস এম সিরাজ উদ্দিন তৈয়বী ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের রাজনৈতিক আন্দোলনের এক নির্ভিক যোদ্ধা।
জাতীয় জীবনে ইসলামী জাগরণ সৃষ্টিতে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর জীবদ্দশায় তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সর্বদা সরব সক্রিয়তা বজায় রেখেছেন। সুন্নীয়তের একজন মহান পথিকৃৎ হিসেবে তাঁর অনবদ্য অবদান কোনভাবেই বিস্মৃত হবার নয়।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় একজন হিসেবে তিনি দেশদ্রোহী অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভুমিকা পালন করেন। শুধু তাই নয়, এ মহান ব্যক্তিত্ব রাহনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী ছৈয়দ তৈয়ব শাহ (রঃ) এর একনিষ্ঠ একজন মুরিদ হিসেবে তরিকতের নিরবচ্ছিন্ন খেদমতও আঞ্জাম দিয়েছেন।
তিনি ছিলেন অমায়িক, মিষ্টভাষী , সদালাপী এবং আপাদমস্তক শিষ্টাচারাবৃত একজন সাদা মনের মানুষ। তাঁর ইন্তেকালে জাতীয় জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
+ There are no comments
Add yours