মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি >>
সাবেক এমপি ও প্যানেল স্পিকার এবিএম আবুল কাশেম মাস্টারের ৬ ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এই উপলক্ষে মরহুম আবুল কাশেম মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মরহুম এবিএম আবুল কাশেম মাস্টার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৬ জানুয়ারি ১৯৩৯ সালে তিনি দক্ষিণ সলিমপুরের জাফরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।(তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত)।২৪ নভেম্বর ২০১৫ সালে ঢাকা স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং তিনি ৫ ছেলে এক সন্তান রেখে যান। আধুনিক সীতাকুণ্ড গঠনে মরহুম এবিএম আবুল কাশেম মাস্টার এর অবদান অতুলনীয়।
২৪ নভেম্বর বুধবার সকালে মরহুমের কবর জিয়ারত,দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
উল্লেখ্য:মরহুম এবিএম আবুল কাশেম সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য।এছাড়া সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
+ There are no comments
Add yours