মোঃ সারোয়ার কর্ণফুলী >>
৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অংশগ্রহণ না করায় কর্ণফুলীতে এবার মুল লড়াই হবে আওয়ামীলীগ এবং তাদের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে।
কর্ণফুলীতে ৪ ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন – শিকলবাহায় আবদুল ফোরকান, বড়উঠানে দিদারুল আলম, চরলক্ষায় সোলেমান তালুকদার এবং জুলধায় হাজী নুরুল হক চেয়ারম্যান।
চরলক্ষ্যা আর বড়উঠানে তেমন হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী না থাকায় নৌকা প্রতীক মনোনীত প্রাথীদের(সোলেমান, দিদারুল আলম) বড় ধরনের চ্যালেন্জ মোকাবেলা করতে হবে না। তবে শিকলবাহা আর জুলধায় তীব্র লড়াই হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
শিকলবাহায় আবদুল ফোরকান ( নৌকা) এর বিপরীতে জাহাঙ্গীর আলম চেয়ারম্যান(স্বতন্ত্র)অন্যদিকে জুলধায় হাজী নুরুল হক চেয়ারম্যান( নৌকার) বিপরীতে রফিক চেয়ারম্যান ( স্বতন্ত্র), মোঃ মুচা ( স্বতন্ত্র)।
এই দুই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা হেভিওয়েট হওয়ায় দ্বিমুখী, ত্রিমুখী তীব্র লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। সাথে তীব্র সহিংসতা হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
+ There are no comments
Add yours