ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি >>
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৪ টিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি বিজয়ী হয়েছেন।
২৮ নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষে রাতে চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম ও উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা(সহকারী রিটার্নিং অফিসার) ডাঃ কৃষ্ণ মোহন হালদার।
উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকে হাসেন আলী ৬৪১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মুসাব্বির আলী মুসা (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৪৯৫২ ভোট।
২ নং শিমুলবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম সোহেল মোটর সাইকেল প্রতীকে ৫৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এজাহার আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬৫৪ ভোট।
৩ নং ফুলবাড়ী সদর ইউনিয়ন নৌকার প্রার্থী হারুন অর রশীদ হারুন ১২৭৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি লাঙ্গল প্রতীকে মইনুল হক পেয়েছেন ১০৪৯১ ভোট।
৪নং বড়ভিটা ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউর রহমান মিন্টু ৮১২৯ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মুজিবর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩৬৩ ভোট।
৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আলী শেখ ৭১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি আল মামুন সুজন পেয়েছেন ৫৭৪৫ ভোট।
৬ নং কাশিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মানিক মোটরসাইকেল প্রতীকে ৭৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি রেয়াজুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫৮৯ ভোট।
+ There are no comments
Add yours