ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নির্মাণ কাজ

Estimated read time 1 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি >>

ঝালকাঠির রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার আব্দুল মন্নান খান গং এর বিরুদ্ধে একই এলাকার মো. সোহেল খানের স্ত্রী মুন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, সোহেল খান চাকুরীর সুবাধে চট্টগ্রাম থাকার কারনে তার ৫ শতাংশ জমি জোড়পূর্বক দখল করে প্রাচীর ও ভবন নির্মাণে কাজ শুরু করেন মন্নান গং। এ ঘটনায় সোহেল বাদী হয়ে ১৪৪/১৪৫ চেয়ে আদালতে মামলা করেন।

বিজ্ঞ আদালত একই দিন ঐ জমির উপর উভয় পক্ষকে সব রকমের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মন্নান গং ভবনের নির্মাণ কাজ চালিয়ে যায়। মুন্নি বেগম বুধবার বাদী হয়ে স্বামী সোহেলের পক্ষে পুনরায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন।

অভিযুক্ত আব্দুল মন্নান খান এর সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত ০১৭১১২১৯৩০৮ নম্বরে বার বার ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। রাজাপুর থানার এএসআই মো. দুলাল হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours