লামায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে আনন্দ র্র‍্যালী

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক >>

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই যুগ পূর্তি আজ। চুক্তি স্বাক্ষরের ২৪তম বর্ষপূর্তির পরও চুক্তির বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা আর ক্ষোভ। হানাহানি আর ভ্রাতৃঘাতী সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত।

পার্বত্য চট্টগ্রামে ৭৫ পরবর্তী প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের বৃহস্পতিবার ২রা ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। যা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নামে পরিচিত।

এদিকে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়ায় পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগে। তার পর পক্ষে-বিপক্ষে বিভেদ তৈরি হওয়ায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছে।

এ ছাড়াও সরকার ও জনসংহতি সমিতির দুই পক্ষই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা পাহাড়ের শান্তিপ্রিয় মানুষের।

এর ধারাবাহিকতায় আলীকদম জোন কমান্ডার কৃর্তক শান্তি চুক্তির ২যুগ বর্ষপূর্তিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। অনুষ্ঠানে লামা উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য নারী নেত্রী ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,উপজেলার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাসহ সাধারণ জনতা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours