মোঃ সারোয়ার কর্ণফুলী >>
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্ণফুলীতে নৌকা প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের পাশে না পাওয়ার অভিযোগ উঠেছে।বেশিরভাগ নেতাকর্মী বিদ্রোহীদের সঙ্গ দেওয়ায় নৌকা প্রার্থীরা কর্মী সংকটে পতিত বলে ও জানা যায়।
এছাড়া দলীয় পদপদবী বহাল থাকায় বিদ্রোহীদের দাপট ও বেড়েছে। এ নিয়ে দলের অভ্যন্তরে বিরোধ দেখা দেওয়ায় অনেকে নৌকার বিপরীতে গিয়ে সরাসরি বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে।
উপজেলায় চারটি ইউনিয়ন ( শিকলবাহা, চরলক্ষ্যা,বড়উঠান, জুলধা) ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে বড়উঠানে বিনা প্রতিদন্ধীতায় জয় লাভ করে নৌকা প্রার্থী দিদারুল আলম।
এইদিকে শিকলবাহায় নৌকা প্রার্থী ফোরকার চেয়ে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম এর অবস্থান অনেকটা শক্ত এবং দলীয় বেশির ভাগ নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় বিদ্রোহী প্রার্থী দাপিয়ে বেড়াচ্ছে।
চরলক্ষ্যায় নৌকার প্রার্থী সোলেমান তালুকদার এর জনপ্রিয়তা থাকলেও,নৌকা প্রত্যাশী নাজিম উদ্দীন হায়দার এর অভিমান আর ক্ষোভের কারণে এই ইউনিয়নে জয় ছিনিয়ে আনা নৌকার প্রার্থীর পক্ষে বেশ কঠিন হবে।
এদিকে জুলধা ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুল হক এর বিপরীতে বিদ্রোহী হয়ে লড়াই করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিক, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোঃ মুছা।
বিদ্রোহী এই প্রার্থীর দলীয় পদপদবী থাকায় বেশির ভাগ নেতাকর্মী তাদের পক্ষে অবস্থান নিয়েছে বলে ও দলীয়সুত্রে জানা যায়।
এদিকে দলীয় নেতাকর্মীদের পাশে না পাওয়া নৌকা প্রার্থীরা অনেকটা হতাশায় আছেন।
+ There are no comments
Add yours