বোয়ালখালীতে তালা ভেঙ্গে মসজিদের টাকা চুরি

Estimated read time 1 min read
Ad1

 

আজিজুল হক চৌধুরীঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে গ্রিল কেটে দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

মসজিদের সিসিটিভি ক্যামরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে। সিসিটিভি ক্যামরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটে মসজিদের ভেতরে টুপি পরিহিত এক ব্যক্তি ঘোরাফেরা করছে এবং ওই ব্যক্তি একটি কাপড়ের থলেতে দানের টাকা নিতে দেখা যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল করিম জানান, মসজিদের টাকা চুরির ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মসজিদের মোতওয়াল্লি নুরুন্নবী চৌধুরী জানান, মসজিদে ১৭টি ছোট এবং পাঁচটি বড় দান বাক্স আছে। দুইটি বড় দান বাক্স মসজিদের ভেতরে গেইটের সাথে লাগানো অবস্থায় থাকে। এর একটি দান বাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ কিছু মুসল্লি ভোরে নামাজ পড়তে গিয়ে দেখেন দান বাক্সের তালা ভাঙ্গা এবং মসজিদের দক্ষিণ পূর্ব দিকের গ্রিলও কাটা। গ্রিল কাটার সরঞ্জামও পড়ে ছিল, যা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours