ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি >>
সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে পুলিশ গ্ৰেফতার করেছে।
গ্ৰেফতারকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদহ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আহাম্মুদুর রহমান (৩০) এবং একই গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)।
সোমবার দুপুরে গ্ৰেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী বাজার থেকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের কাজিমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক নুরনবী মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে নাগদহ অভিমুখে রওয়ানা দেয় ছিনতাইকারী চক্রের কিশোর সদস্য সাদ্দাম হোসেন (১৫)।
অটোরিকশাটি নাগদহ মাদ্রাসার কাছে পৌছিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা চালককে মারপিট করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে অটোচালক নুরনবী ফুলবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ ফুলবাড়ী বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাদ্দামকে সনাক্ত করে।
সাদ্দামের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকারী চক্রের মুলহোতা আহাম্মুদুর রহমানকে ছিনতাইকৃত অটোরিকশা সহ গ্ৰেফতার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।গ্ৰেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours