কুড়িগ্রাম পাক হানাদারমুক্ত দিবস পালন

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি >>

১৯৭১ সালে ৬ ডিসেম্বর কুড়িগ্রাম পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকসেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে কুড়িগ্রামকে মুক্ত করে।

সোমবার (৬ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পার্ঘ অর্পণ, গুণিজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম মাঠে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।সকাল ৯ টায় স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সেক্টরে মুক্তিযদ্ধের স্বপক্ষে অবদান রাখার জন্য ৩৬ গুণিজনকে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।পরে মুক্তিযোদ্ধা সংসদ অফিসে সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীরপ্রতীক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours