নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, পার্বত্য চট্টগ্রামে এখন উন্নয়ন ও শান্তির সু-বাতাস বইছে। মহিলাদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন ও গাভী বিতরণ করা হচ্ছে। জনগণ সুখি না থাকলে রাজনীতি বৃথা।
বান্দরবানের ৭টি উপজেলায় ১৪টি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও সরকারি-বেসরকারি সংস্থা গুলো করোনা সহ সকল বিপর্যস্থ পরিস্থিতিতে জনগণের পাশে ছিল।
বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ২১ইং ) লামা সদর ইউনিয়নের মেরাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে রেড ক্রিসেন্ট বান্দরবানের আয়োজনে অনুষ্ঠিত এক অনুদান প্রদান সভায় এইসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতকারী লোকজন সবসময় উন্নয়নের বিরোধিতা করছে। তাদের কোন জাত নেই। সকলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।পার্বত্য মন্ত্রী লামা উপজেলায় নব নির্বাচিত ৭টি ইউপি চেয়ারম্যানের উদ্দেশ্য বলেন, শত্রুকে আঘাত করা যাবে না।
সবার মন জয় করতে হবে।যারা ভোট দেয়নি তাদের মন জয় করে ভবিষ্যতে তাদের সমর্থন নিতে হবে। ভোট দেয়নি বলে কাউকে আঘাত করলে খবর আছে।
রেড ক্রিসেন্ট বান্দরবানের ইউনিট ম্যানাজার মোশারফ হোসেন জানান, লামা উপজেলার সদর ইউনিয়নের “বলিয়ার চর কমিউনিটির জীবিকায়ন সুবিধাভোগী ১০১ জনকে ৩০ হাজার করে মোট ৩০ লক্ষ ৩০ হাজার টাকা, লামা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আয়বর্ধক কাজের অনুকূলে ১০ জনকে ৫০ হাজার, ৮ জনকে ৪০ হাজার ও ৬ জনকে ৩০ হাজার টাকা করে মোট ২৪ জনকে ১০ লক্ষ নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) লামা সদর ইউনিয়নের মেরাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রস (আইসিআরসি) এর অর্থায়নে কর্মসূচীটি বাস্তবায়ন করছে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী।
লামাতে এসেই পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাটা পাহাড় জামে মসজিদের বারান্দা ও অযুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এছাড়া সদর ইউনিয়নের স্থানীয়দের মাঝে এলজিএসপি-৩ অর্থ বছর ২০২১-২১ এর আওতায় সেলাই মেশিন, ধান ভাঙার মেশিন, স্প্রে মেশিন ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেন ফাইতং ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান মো. ওমর ফারুক ।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নব নির্বাচিত লামা উপজেলার ৭টি ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।
+ There are no comments
Add yours