খবর বাংলা ডেস্ক:
উখিয়ায় পল্লী চিকিৎসকের তালাবদ্ধ চেম্বার থেকে রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গা ঢাকা দিয়েছে চিকিৎসক দম্পতি।
বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা খাতুন (৫৩) রোহিঙ্গা রুস্থম আলীর স্ত্রী।
জানা গেছে, রোহিঙ্গা রুস্তম আলীর স্ত্রী শাহিদা এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার সকাল ৮ টায় রোগের চিকিৎসা করাতে ১৭ নম্বর ক্যাম্পের এ- ব্লকের পল্লী চিকিৎসক মোঃ আলমের কাছে যান। সারাদিন কেটে যাওয়ায় রাত ৮টায়ও ঘরে না ফিরলে শাহিদার স্বামী ও আত্মীয় স্বজনরা তার খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা ডাক্তার আলমের ঘরে গেলে বাইরে তালাবদ্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে স্বজনরা তালা ভেঙ্গে ডাক্তারের ঘরে ঢুকে শাহিদার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়।
উখিয়ার ১৪ এপিবিএন’র অধিনায়ক মোঃ নাইমুল হক গণমাধ্যমকে বলেন, উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পল্লী চিকিৎসক মোঃ আলম ও তার স্ত্রী পল্লী চিকিৎসক হাবিয়া বেগমের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ঐ চিকিৎসক দম্পতি পলাতক রয়েছে।
+ There are no comments
Add yours