এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ :
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।
আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও উপজেলা সমাজসেবা অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৬০ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
যাচাই-বাছাইয়ে বরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী ব্যয়ের জন্য নতুন ব্যাংক একাউন্ট না খোলায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
অপরদিকে কাঞ্চনাবাদ ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সদস্য পদে বয়সজনিত কারনে মো. গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাইয়ে জোয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন আহমদ চৌধুরী রোকনের মনোনয়ন বৈধতা পাওয়ায় প্রতিদ্বন্দ্বি আর কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কেবলমাত্র সরকারিভাবে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি।
চেয়ারম্যান ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদ্বয় আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করার শেষ দিন।
আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
+ There are no comments
Add yours