আমির হোসেন:
ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” এই স্লোগান নিয়ে আজ ১২ই ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায়, জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
অতিথিরা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল গিয়ে শেষ হয়।
পরে সেখান এক সেমিনার অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল আবদুর রব হাওলাদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ ফজলুল করিম, চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় ড. মোঃ মঞ্জুর আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল মোঃ নুরুল আলম পিএইচডি, আঞ্চলিক পরিচালক বিসিসি মোঃ জসীম উদ্দিন, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মহিউদ্দিন আল হেলাল, প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বরিশাল আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার বরিশাল সদর চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা, সিপাওয়ার প্রজেক্টের সদস্যরা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় অতিথিরা ডিজিটাল বাংলাদেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম। সেখানে রচনা এবং প্রেজেন্টেশন প্রস্তুত বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আজ অনুষ্ঠিত কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ উক্ত কনসার্টে সবাইকে উপভোগের আমন্ত্রণ জানিয়েছে অতিথিরা।
+ There are no comments
Add yours