ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি ::
বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবন চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের বাবা মা কে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও উপজেলার প্রায় ৭৫০ মুক্তিযোদ্ধা পরিবারকে চাদর, লুঙ্গি, কম্বল ও খাবার প্যাকেট দেয়া হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্ট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক কমান্ডর ফয়জার রহমানসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যুরাল, একাত্তরের গণ কবর ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবারের সম্মাননা দিতে এ আয়োজন।
+ There are no comments
Add yours