সুবর্ণজয়ন্তী পালনে উৎসবমূখর ছিল ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫০তম বছরের গণ্ডি পার হয়ে গেল আজকে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের ৫০তম বর্ষটি স্মরণীয় করে রাখতে নানা উৎসবের আয়োজন করে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী ও রাজনৈতিক দলগুলো।

সকালেই ফাইতং উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে সরকারি+বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে, আনুষ্ঠানিক ভাবে
মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, “জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ
বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধি অর্জন”আলোচনা সভা।

সন্ত্রাস জঙ্গিবাদ ও মদক বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টি জন্য আলোচনা সভা, বিদেহী মুক্তিযুদ্ধাদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ মাদ্রাসায় ফজর নামাজের পর দোয়া এবং অন্যান্য উপসনালয় গুলোতে সময়- সুযোগে প্রার্থনা।

১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ৫০তম সুবর্ণজয়ন্তী পালন করা হয়।নয়াপাড়া থেকে এসময় আনন্দ মিছিল নিয়ে ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে যায়।

মহান বিজয় দিবসে আলোচনা সভা সভাপতিত্বে করেন :- আওয়ামিলীগ সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, সঞ্চালনায় করেন যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা- আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওমর ফারুক, চেয়ারম্যান ও আওয়ামিলীগ সহসভাপতি মোঃ জালাল উদ্দীন কোম্পানি, ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মো. বেলাল উদ্দিন বিপ্লব, সোজা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন শাহীন, যুবলীগ মোহাম্মদ ইয়াছিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মী ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours