আজিজুল হক চৌধুরী ::
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তারা হলেন- পোপাদিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ছৈয়দ মো. মোদাচ্ছের ও এসএম জোবায়ের হাসান, শাকপুরা ইউপির মো. এমরান ও মোজাহের আলম এবং করলডেঙ্গা ইউপির মো. মুরাদ হাসান।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে তারা এ মনোনয়ন প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে ৫ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২ জন প্রার্থী। এর মধ্যে চরণদ্বীপ ইউপির আওয়ামী লীগ প্রার্থী মো. শামসুল আলম, শাকপুরা ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. এমরান ও আমুচিয়া ইউপির অজিত বিশ্বাসের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন বাতিল করেন রির্টানিং কর্মকর্তা।
আপিল করে মো. এমরান মনোনয়ন ফিরে পেলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মো. শামসুল আলম আপিল করলে তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল রাখে আপিল বোর্ড।
ঘোষিত তফশীল অনুযায়ী সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
+ There are no comments
Add yours