কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী সহিংসতায় আহত ৪

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম হাসপাতাল মোড়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মটর সাইকেল প্রতীক আলমগীর হোসেনের কর্মী সমর্থক ও নৌকা মার্কার প্রার্থী তাজুল ইসলামের কর্মী সমর্থকদের মাঝে এই সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেলে মটর সাইকেল মার্কার কর্মী সমর্থকরা ৫/৬টি মটর সাইকেলের একটি বহর নিয়ে রতিগ্রাম বাজার হয়ে সুকদেব এর দিকে ফিরছিলেন, এমতাবস্থায় নৌকা প্রতীকের কয়েকজন কর্মী সমর্থক মটর সাইকেল মার্কার বহরটিকে আটকিয়ে গালিগালাজ করেন, এর এক পর্যায়ে বাকবিতন্ডায় লিপ্ত হন উভয় পক্ষের কর্মী সমর্থকরা।

এক পর্যায়ে নৌকা মার্কার কর্মী মিলন মিয়া ক্ষিপ্ত হয়ে মটর সাইকেল প্রতীকের কর্মী সমর্থকের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। পাল্টা জবাব দিতে মটর সাইকেল মার্কার কর্মী সমর্থকদের সাথে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে নৌকা মার্কার চারজন কর্মী সমর্থক গুরুতর আহত হন। আহতরা হলেন মিলন (৪২),আজাদ (৪৫) হান্নান (৫৫)সহ অজ্ঞাত একজন । এই ঘটনায় রতিগ্রামে নৌকা মার্কার কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে রতিগ্রাম বাজারের অটো স্ট্যান্ডে মটর সাইকেলের সমর্থক সাইদুল ইসলামের চায়ের দোকান ভাংচুর ও লুটপাট করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এদিকে হামলা ও পাল্টা হামলার এক পর্যায়ে একজন মটর সাইকেল কর্মীকে স্থানীয়রা আটক করে গনধোলাই দেন এতে ওই কর্মীর গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই রাজারহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, আমি বিদ্যানন্দের ঘটনাটি শুনেছি উভয় পক্ষের হতাহতের ঘটনাও ঘটেছে, একপক্ষের ৩জন ও অন্যপক্ষের ১জন আহত হওয়ার খবর পেয়েছি।
থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য আগামী রোববার ( ২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে জেলার দুইটি উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours