আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পুলিশের চাপে রাতের বেলা মহল্লায় মহল্লায় পাহারা থাকলেও দিন দুপুরে চোরদের দুর্ধর্ষ চুরি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরে থানা থেকে প্রায় দুইশত গজ দূরে আব্দুর রহমানের চারতলা ভবনে চারটি ফ্লাটের মূল ফটকের দরজার হেজবল ভেঙ্গে এ ঘটনা ঘটে।
ভবন মালিক আব্দুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ জানায়, ভবনে পানির লাইনে কাজ করার জন্য তিন দিন আগে সবাইকে বাসায় না থাকার নোটিশ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দেখা যায় তিন তলায় প্রফেসর কবির হোসেন, রুহুল আমিন, ফ্রান্স প্রবাসি সাইফুল ইসলাম মিরাজের স্ত্রী নাসরিনের ফ্লাট ও চার তলায় সৌদি প্রবাসি স্বপনের স্ত্রী আছমার ফ্লটে দরজার হেজবল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেয় চোরের দল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, রাতে স্থানীয়দের মহলায় মহলায় পাহারা দিতে পুলিশ বাধ্য করছে তার পরেও দিনের বেলায় থানার সামনে এমন দুধর্ষ চুরির ঘটনা খুবই দুঃখজনক। এতে সবাই আতঙ্কে রয়েছি।
রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, থানার কাছে এমন ঘটনা দুঃখজনক। বিষটি তদন্ত চলছে।
+ There are no comments
Add yours