দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ৯’ আনছে শাওমি। ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লের নতুন এ স্মার্টফোন মূলত এন্ট্রি লেভেল স্মার্টফোন। এতে রয়েছে চার ক্যামেরা সেটআপ।
রেডমি ৯ ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এর ব্যাটারি ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারের। এতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ডুয়েল সিমের সঙ্গে আলাদা মাইক্রো এসডি কার্ড সুবিধা পাওয়া যাবে। দেশের বাজারে রেডমি ৯ ফোনটি কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেল—তিনটি রঙে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মি ফ্যানদের সব সময় অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি। বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে রেডমি ৯ বড় ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপের এক অনবদ্য ডিভাইস।’
+ There are no comments
Add yours