এম.আনোয়ারুল আলম সাঈদ, লোহাগাড়া, চট্টগ্রাম:
লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন, উপজেলা পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার দানু মিয়ার পুত্র মো. হামিদ (৩৬), আলী সিকদার পাড়ার আহমদ কবিরের পুত্র ভূট্টো (৫০), জিন্নাত আলী পাড়ার আহমদ কবিরের পুত্র এরশাদুল করিম (২৫), মো. হোসেনের পুত্র মো. ফারুক (৪০), হদ্দলী পাড়ার আলী আহমদের পুত্র ইমন হোসেন (১৬), মালী পাড়ার এয়াকুব আলী পুত্র আইয়ুব আলী (৫৫), মীর পাড়ার আবদুল মোমেনের পুত্র শাহেদ হোসেন (৩৫), হানিফের পাড়ার মো. ইউসুফের পুত্র হাজী রহমত উল্লাহ (৭৪), পদুয়া মল্লিক ছোবহান এলাকার আবুল বশরের পুত্র নুরুল আমিন (৩০), কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার কবির আহমদের মেয়ে রুজিনা আক্তার (৪২), উত্তর কলাউজান হিন্দুর হাট এলাকার ইউসুফ সিকদারের পুত্র তাজ উদ্দিন (৩৮), আনজু সওদাগর পাড়ার নুরুন্নবীর মেয়ে কহিনুর আক্তার (৪০), পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবুল হোসেনের পুত্র মো. মহসিন (৪৭), কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার মো. ইউনুছের পুত্র মো. ওমর ফারুক (৩৭), কলাউজান আদারচর এলাকার মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম উদ্দিন(৪৫) ও সাতকানিয়ার ছদাহা এলাকার মো. জহির উদ্দিনের পুত্র আইয়াছ উদ্দিন (১৩)।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ মোহাম্মদ ফয়সাল যুগান্তরকে জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours