প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী আর নেই

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব পটিয়া ::

পটিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-দৈনিক পূর্বকোণ পটিয়া প্রতিনিধি হারুনুর রশীদ ছিদ্দিকী মৃত্যুবরণ করেছেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন উজিরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রেখে যান।রোববার বাদ আসর জঙ্গলখাইন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীন সাংবাদিক হারুনুর রশীদ ছিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা অশোক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম শামশুজ্জামান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ,বর্তমান মেয়র আইয়ুব বাবুল,পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগির আলম,সাধারন সম্পাদক মো: নাছির,পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিল গোফরান রানা,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি তারেকুর রহমান তারেক,যুবলীগ নেতা শাহরিয়ার শাহজান, ছাত্রনেতা নিজাম উদ্দিন নিজাম, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল রাজিব সহ বিভিন্ন মহল।

আরো, শোক প্রকাশ করেন, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, যুগ্ম-সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সদস্য এস এম এ কে জহাঙ্গীর, নূর হোসেন, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, এসএম রহমান, নজরুল ইসলাম, সুজিত দত্ত, গোলাম কাদের, শাহজাহান চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিপলু, কাউছার আলম, সঞ্জয় সেন, মো. মোরশেদ আলম প্রমূখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours