
এম ডি রায়হান,কক্সবাজার
মহেশখালী সোনাদিয়ার মগচর পয়েন্টে অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পায়।
স্থানীয় বোটের পাহারাদার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, এটি গত মঙ্গলবার (১৮ আগস্ট) কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া পর্যটক মাহফুজের লাশ।
সোনাদিয়ার জাকির হোসেন জানান, বোট পাহারা দিয়ে বাড়ি চলে যাওয়ার সময় সোনাদিয়ার মগচর পয়েন্ট চরে তিনি লাশটি দেখতে পান। তার পরনে একটি সবুজ গেঞ্জি ও একটি সাদা হাফপেন্ট রয়েছে। গায়ের রং শ্যামলা।
তবে, চিৎ হয়ে থাকায় লাশের চেহারা দেখা না যাওয়ায় বয়স অনুমান করতে পারেন নি তিনি।
লাশটি দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানান জাকির হোসেন ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) বন্ধুদের সাথে বেড়াতে এসে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট গোসল করতে নেমে সাগরে ভেসে যায় মাহফুজ নামের এক পর্যটক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিয়াজি ধর্মপুর এলাকার মাহবুবুর রহমানের পুত্র।
+ There are no comments
Add yours