এম হেলাল উদ্দিন নিরব
—— চট্টগ্রাম —-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে কয়েকটি সংঘর্ষণ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ভোটগ্রহণ।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বেশিরভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হয়।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১১টার দিকে পুলিশের গুলিতে মো. রমজান আলী (৫৬) নামের এক ভোটার আহত হয়।
এব্যাপারে ঐ কেন্দ্রে দায়িত্বরত এস.আই শাহাদাত হোসেন জানান, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালেট পেপারে সিল মারছে এমন গুজবের প্রেক্ষিতে দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে আত্মরক্ষার পাশাপাশি নির্বাচনী সরঞ্জাম রক্ষায় ২/৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অপর দিকে দুপুর সোয়া বারোটার দিকে বৈলতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর জাফরাবাদ দায়েমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলালের চাচা মৃত লালু মিয়ার ছেলে ইলিয়াস উদ্দীন চৌধুরী (৫৫) ও তামভীর (২৪) নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছে বলে জানা গেছে। এঘটনার জের ধরে কিছুক্ষণ ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এদিকে বরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বরমা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দুপুর দেড়টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করার চেষ্টা করলে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট মাসুম (১৯) আহত হয়।
এঘটনায় ওই কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্র পরিদর্শনকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আহমদ নবী (৭০) নামে এক প্রতিবন্ধী ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এসেছেন বলে জানান।
বরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বরমা ইসলামিয়া কেন্দ্রে ডলি দেব (৭৫), বরমা ইউনিয়নের বাতাজুরী এ.রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কলি বড়ুয়া (৮০) ও বরকল ইউনিয়নের উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এনু মিয়া (৯০) নামের ভোটারেরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
+ There are no comments
Add yours