
সুমন পল্লব | হাটহাজারী
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফতেয়াবাদ এলাকায় আদর্শ ফার্মেসিতে ১২০ টাকা মূল্যের ইঞ্জেকশন স্টিকার তুলে ২৫০ টাকায় বিক্রয় করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০আগস্ট) বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভোক্তাভোগি অভিযোগ পেয়ে সততা ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।ইনজেকশন গায়ে মুল্য লেখা ১২০টাকা থাকলেও বিক্রেতা স্টিকার তুলে ফেলে সেই ইনজেকশনের মূল্য নিচ্ছে ২৫০টাকা।ক্রেতা প্রতিবাদ করলে বিক্রেতা বলেন, নিলে নেন না নিলে চলে যান। বাধ্য হয়ে ক্রেতারা কিনেও নেন।এই অভিযানে ফার্মেসী মালিককে ইনজেকশন ক্রয়ের কোন ভাউচার দেখাতে না পারায় এবং অতিরিক্ত মুল্যে বিক্রির দায়ে ৩হাজার টাকা জরিমানাসহ মুছলেখা নেওয়া হয়।
এই ব্যাপারে ইউএনও রুহুল আমিন খবর বাংলাকে জানান, এক সচেতন ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করলে,সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে গেলে,অভিযোগেকারী অভিযোগের সত্যতা পায় সততা ফার্মেসীতে ।
বিক্রেতা ইনজেকশনে ক্রয়ে কোন ভাউচার দেখাতে পারেন নি। ইনজেকশনের বাড়তি মূল্য রাখায় ফার্মেসী মালিককে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নেয়া হয়েছে।
+ There are no comments
Add yours