জাহেদ রাসেল,চট্টগ্রাম:
বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। হ্যাঁ সেই বন্ধুত্বের টানে গত ৭ই জানুয়ারি শুক্রবার শীতের বিকালে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৬ এর ব্যাচ স্মৃতি রোমন্থনে মিলন মেলায় একত্র হয়েছিল।
স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে একুশ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা সকলেই।
এমনি এক বৈচিত্র্যময় উৎসবের আনন্দে মেতে উঠেছিল ‘বেস্ট ফ্রেন্ড গ্রুপ’। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘন পরিবেশ। বিকেল থেকে খাওয়া দাওয়া, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজন। রাত দশটায় এই মিলন মেলার পরবর্তী কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে ঠিক করে বন্ধুত্বের পাশে বন্ধু এই শ্লোগান এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
+ There are no comments
Add yours