নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাখ ইয়াবাসহ মোঃ ছৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার ৯ জানুয়ারি ২২ ইং গভীর রাতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন,মিয়ানমার হতে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ঘটনাস্থলে অবস্থান নেয়।
এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তিকে আসতে দেখে র্যাবের সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে মোঃ ছৈয়দুল আমিন (২৩) কে আটক করে র্যাবের টিম।
পরবর্তীতে মোঃ ছৈয়দুল আমিন (২৩) এর সঙ্গে থাকা বস্তার ভেতরে তল্লাশী চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত মোঃ ছৈয়দুল আমিন (২৩) উখিয়া উপজেলার বালুখালী-৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৭৪ ব্লকের মোহাম্মদ আমিনের পুত্র।
+ There are no comments
Add yours