নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জনের দেহে করোনা ভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০১ জন মহানগরীর এবং ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ছিলো ৫.৮৫ শতাংশ।
সোমবার ১০ জানুয়ারি ২২ ইং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ আক্রান্তরা সহ চট্টগ্রামে এ পর্যন্ত ১০৩২০৩ জন করোনা আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৭৪৭৬৪ জন মহানগরের এবং ২৮ হাজার ৪৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্ত হয়ে মোট ১৩৩৪ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১০১ চট্টগ্রাম নগরের বাসিন্দা।
বাকিদের মধ্যে সাতকানিয়ার ১ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ৩ জন, পটিয়ার ৪ জন, বোয়ালখালীতে ২জন, রাঙ্গুনিয়ায় ২ জন, হাটহাজারীতে ৪ জন এবং সীতাকুণ্ডে ২জন আক্রান্ত হয়েছে।
+ There are no comments
Add yours