অনিন্দ্য নয়ন ::
পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় আলোচিত আশা মনিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী আলেক শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এসময় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। ইপিজেড থানার ওয়াসা গলি এলাকার আম্বিয়া ভবনের নিচতলায় ৫ বছর আগে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
সোমবার ১০ জানুয়ারি ২২ ইং চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী বলেন, বিচার চলাকালে আদালতে ১১ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালত সবকিছু বিবেচনা করে মামলার একমাত্র আসামী আলেক শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর চট্টগ্রাম নগরীর ইপিডেজ থানার ওয়াসা গলির আম্বিয়া ভবনের নিচতলায় পারিবারিক কলহের জের ধরে আশা মনিকে শ্বাসরোধ করে হত্যা করে তারই স্বামী আলেক শাহ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী ইপিজেড থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।পরবর্তীতে মামলার প্রেক্ষিতে ২০১৭ সালের ৭ জুলাই মামলার চার্জ গঠন করা হয়।
+ There are no comments
Add yours